পূজা উপলক্ষে সারাদেশে নিচ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

পূজা
ফাইল ছবি

পিবিএ,ঢাকা: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম। আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরীতে তিনি একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, এবার ঝুকিপূর্ণ কোন মন্ডপ নেই। নিরাপত্তার জন্য তিন ভাগে ভাগ করা হয়েছে পূজা মন্ডপগুলোকে। পুরো রাজধানীতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা থাকবে। পূজা উপলক্ষে যেসব মেলার আয়োজন করা হয়, সেগুলোও নজরদারিতে থাকবে। বড় ধরনের কোন হামলার আশংকা নেই বলেও জানান ডিএমপি কমিশনার। তিনি জানান, নিদির্ষ্ট সড়ক ব্যবহার করে পূজা বিসর্জন দিতে হবে। এ সময় তিনি সতর্ক করেন, মানুষের সেবা করার যাদের মানসিকতা নেই তারা ডিএমপিতে থাকবে না।

পিবিএ/বাখ

আরও পড়ুন...