১৭৬ রান করে ফিরলেন ‘হিটম্যান রোহিত’

পিবিএ ডেস্ক: ভারত ক্রিকেট দলের একজন অন্যতম ব্যাটসম্যান রোহিত শর্মা। তিন ফরম্যাটে নিজেকে বারবার প্রমান করা এই ব্যাটসম্যান এবার করলেন আরেকটা রেকর্ড। ওয়ানডে আর টি টুয়েন্টিতে ওপেন করলেও টেস্ট এ মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে দলে জায়গা হয় হিটম্যান খ্যাত এই মারকুটে ব্যাটসম্যান এর।

পঞ্চাশ ওভারের খেলায় রোহিতের অসাধারণ সব রেকর্ডের পাশাপাশি বিশ ওভারের খেলায় ও কম জাননি এই ব্যাটসম্যান। নিজের নামের পাশে অসংখ্য সব রেকর্ড করলেও টেস্ট এ নিয়মিত নন।

সাউথ আফ্রিকার সাথে চলমান টেস্ট এ ওপেনার হিসেবে নেমে খেলেন এক দারুন ইনিংস। তরুন মায়াঙ্ক আগারওয়াল এর সাথে গড়েন রেকর্ড ৩১৭ রানের জুটি। মায়াঙ্ক আগারওয়াল নিজের প্রথম সেঞ্চুরি করে মাঠে টিকে থাকলেও ২৪৪ বলে ২৩ বাউন্ডারি আর ৬ ওভার বাউন্ডারিতে ১৭৬ রানের এক অসাধারণ ইনিংস খেলে আউট হন হিটম্যান খ্যাত এই মারকুটে ব্যাটসম্যান।

পিবিএ/ইকে

আরও পড়ুন...