নড়াইলে বন্দুক যুদ্ধে শীর্ষ সন্ত্রাসী নিহত

পিবিএ,ঢাকা: পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রুম্মান হোসেন রোমিও (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে নড়াইল সদর উপজেলায়।

পুলিশের বলছে, নিহত রোমিও এলাকার শীর্ষ সন্ত্রাসী। তার নামে খুন, ডাকাতিসহ নড়াইল, যশোর ও অভয়নগর থানায় ১৩টি মামলা রয়েছে। রোমিও নড়াইল সদরের মুধুরগাতি গ্রামের মিজানুর রহমানের ছেলে।

মঙ্গলবার রাত ৩টার দিকে সদরের কাড়ারবিল এলাকায় এ বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে।

নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, গোপন খবর পেয়ে নড়াইল সদরের কাড়ারবিল এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা হামলা ও গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ হন রোমিও। তাকে নড়াইল সদর হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিসৎক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সদস্য সোহাগ, মফিজুল ও নাজমুল আহত হন। তাদের নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নিহত রোমিওর নামে খুন, ডাকাতিসহ নড়াইল, যশোর ও অভয়নগর থানায় ১৩টি মামলা রয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

পিবিএ/এফএস

 

আরও পড়ুন...