দেবীর মূর্তির সামনে রাগান্বিত মহিমায় দাঁড়িয়ে রয়েছেন অক্ষয়

পিবিএ ডেস্ক: বৃহস্পতিবার সকাল গড়াতেই বলিউডের খিলাড়ি কুমার ধরা দিলেন বৃহন্নলা অবতারে। লাল শাড়ি, কপালে বড় লাল টিপ, গলায় ইয়াব্বড় তাবিজ, হাতেও লাল চুড়ি। মাথার চুল পিছনের দিকে টেনে খোপা করা। দৃষ্টি স্থির হলেও দৃঢ়। রাগান্বিত মহিমায় দাঁড়িয়ে রয়েছেন দেবীর মূর্তির সামনে। টুইটারের পাতায় ভেসে উঠল সেই মহিলাবেশী অক্ষয়ের লুক। এখন প্রশ্ন উঠতেই পারে, এ কেমন লুকে অক্ষয়?

ভরপুর উৎসবের মরসুম। একদিকে যখন দুর্গাপুজো পালন, অন্যদিকে চলছে নবরাত্রি যাপন। পাপের বিনাশকালে শক্তির আরাধনায় মেতেছেন বাঙালি-অবাঙালি সবাই।

এই মরসুমেই অন্য লুকে প্রকাশ্যে এলেন বলিউডের খিলাড়ি কুমার। নিজেকে সামনে আনলেন ‘লক্ষ্মী’ অবতারে। না ‘লক্ষ্মীছাড়া’ নয়। নবরাত্রি উপলক্ষে দর্শকদের সঙ্গে পরিচয় করালেন ‘লক্ষ্মী বম্ব’-এর সঙ্গে। অক্ষয় কুমারের আগামী আধভূতুড়ে ছবি ‘লক্ষ্মী বম্ব’-এ এরকম চরিত্রেই দেখা যাবে তাঁকে।

পিবিএ/ইকে

আরও পড়ুন...