পিবিএ ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশ সদরদপ্তরে ছুরি নিয়ে হামলা চালিয়ে এক কর্মকর্তাকে খুন করা হয়েছে। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে প্যারিসের কেন্দ্রস্থলে নতর-দাম ক্যাথেড্রালের কাছে এই হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারছেন না কর্মকর্তারা।
ঘটনার পর পুলিশ সদরদপ্তরের আশপাশের এলাকায় মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
নিরাপত্তার কারণে নিকটবর্তী মেট্রো স্টেশন বন্ধ রাখার কথা জানিয়েছে পরিবহন কর্তৃপক্ষ।
অ্যালায়েন্স পুলিশ ইউনিয়নের প্রধান লোইক ট্রেভার্স স্থানীয় একটি টিভিকে বলেছেন, “আমরা যতটুকু জানতে পেরেছি, ছুরি হামলায় এক সহকর্মী নিহত হয়েছেন। আরেকজন শকে চলে গেছেন। আরেক সহকর্মীর গুলিতে হামলাকারী নিহত হয়েছেন।”
হামলাকারী পুলিশ সদরদপ্তরের কর্মী বলে পুলিশ কর্মকর্তারা ধারণা করলেও তাৎক্ষণিকভাবে কেউ তা নিশ্চিত করেনি।
দীর্ঘ সময় কাজ, কম মজুরি ও আত্মহত্যার ঘটনা বাড়তে থাকার প্রতিবাদে ফ্রান্সজুড়ে পুলিশ কর্মকর্তারা ধর্মঘট শুরুর একদিন পরই এ হামলার ঘটনা ঘটল।
পিবিএ/ইকে