নওগাঁ সীমান্তে ১৩৩ বোতল ফেন্সিডিল ও ৩৭ বোতল মদ উদ্ধার

ফেন্সিডিল
ফেন্সিডিল উদ্ধার। ফাইল ছবি

পিবিএ, পত্নীতলা(নওগাঁ) : নওগাঁ সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে দুইদিনে ১৩৩ বোতল ফেন্সিডিল ও ৩৭ বোতল মদ উদ্ধার করেছে ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদস্যরা।

গতকাল বৃহস্পতিবার ও শুক্রবার (৪ অক্টোবর) সকালে ১৪ বিজিবি অধীনস্থ জেলার কল্যাণপুর,ময়নাকুড়ি ও রুপনারায়নপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ হাসান জানান, বৃহস্পতিবার কড়িয়া বিওপি’র টহল কমান্ডার নুরুল আমিন এর নেতৃত্বে কল্যাণপুর নামক এলাকায় অভিযান চালিয়ে ৬৩ বোতল ভারতীয় ফেন্সিডিল ও সোনাডাঙ্গা বিওপি’র টহল কমান্ডার মোঃ শামসুল আলম এর নেতৃত্বে ময়নাকুড়ি নামক এলাকায় অভিযান চালিয়ে ৩৭ বোতল ভারতীয় ম্যাগডুয়েল মদ উদ্ধার করা হয় এবং

শুক্রবার সকালে পাগলাদেওয়ান বিওপি’র টহল কমান্ডার মো.আব্দুর রহিম এর নেতৃত্বে রুপনারায়নপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে আরো ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান,আটককৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা।

পিবিএ/ সিয়াম সাহারিয়া/জেডআই

আরও পড়ুন...