পিবিএ,ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া পাক দরবার শরীফের ওরছ পাক-এ-শাহ্ চন্দ্রপূরী বুধবার বাদ ফজর আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। মোনাজাত পরিচালনা করেন গদিনশিন পীর শাহ সুফী সৈয়দ কামরুজ্জামান আল ওয়াসী।
জানা গেছে, ওরছ উপলক্ষে ১৫ জানুয়ারী মঙ্গলবার বাদ জোহর হতে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল, জেকের আসকার, শরিয়ত ও তরিকত সমন্ধে ওয়াজ নসিয়তের মাধ্যমে ওরছ শুরু হয়।
বুধবার বাদ ফজর আখেরী মোনাজাতের আগে তাপসকুল শিরোমনি সুলতানুল আওলিয়া জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপূরী নক্শবন্দী মোজাদ্দেদী (রহ:) এর রওজা মোবারক জিয়ারত করেন লাখো ভক্ত আশেকান। উক্ত অনুষ্ঠানে দেশ বিদেশের দ্বায়িত্বশীল অসংখ্য আশেকান জাকেরানরা সমবেত হন।
পিবিএ/এমআইটি/এফএস