নিজের সিনেমা না দেখার খবরে বিব্রতকর গিনেথ

পিবিএ ডেস্ক: কোনো কোনো তারকা অন্য সহকর্মীর সিনেমা দেখে খবরের শিরোনাম হন। সেখানে হলিউড অভিনেত্রী গিনেথ প্যালট্রো জানালেন নিজের সিনেমাই দেখা হয়নি তার। খবরটি প্রকাশ হতেই বিব্রত হন তিনি। জন ফেব্যুর রান্নার অনুষ্ঠানে এ পরিস্থিতি তৈরি হয়।

২০১৭ সালে মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান : হোমকামিং’-এর ক্যামিও চরিত্রে অভিনয় করেন গিনেথ। সেই ছবি এখনো দেখা হয়নি জনপ্রিয় অভিনেত্রীর। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের পেপার পটস চরিত্রটি এই সিনেমায় ছিল। এটি ছিল টম হল্যান্ডের একক সিনেমা। সে হিসেবে গিনেথ হয়তো কিশোর অভিনেতাকে উৎসাহ দিতে পারতেন সিনেমাটি দেখে। কেউ কেউ এমনটিও বলছেন।

এই ছবির শেষদিকে টম হল্যান্ড ও গিনেথ প্যালট্রোকে দেখা যায়। জুনে ‘দ্য শেফ শো’র একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে স্পাইডার-ম্যান সিনেমা নিয়ে কথা বলেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ড ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড জেতা অভিনেত্রী।

সম্প্রতি জিমি কিমেল লাইভে একই বিষয়ে প্রশ্নের মুখোমুখি হন গিনেথ। সেখানে ভাইরাল ভিডিও প্রসঙ্গে জানান, তিনি জানতেন না টম হল্যান্ডের সঙ্গে ক্যামিও চরিত্রে হাজির হচ্ছেন পর্দায়। পরে যখন সিনেমাটি না দেখার বিষয়টি প্রকাশ হয় তিনি বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। গিনেথ জানান, মার্ভেল কমিকসের অনেক সিনেমায় অভিনয় করেছেন। সেই হিসেবে ভেবেছিলেন কোনো অ্যাভেঞ্জার্স সিনেমার একটি দৃশ্য এটি। কিন্তু পরে জানতে পারেন ওই ফুটেজ ব্যবহার হয়েছে স্পাইডার-ম্যানে।

এমনকি জন ফেব্যু যখন জানান গিনেথ ওই ছবিতে ছিলেন, তিনি প্রথমে অস্বীকার করেন। বলেন, স্পাইডার-ম্যান নয় অ্যাভেঞ্জার্সে ছিলাম। এরপর তাকে প্রেস কনফারেন্সের দৃশ্যটির কথা মনে করিয়ে দেওয়া হয়। তখন গিনেথ বলেন, ‘হ্যাঁ। হায় খোদা, এটা স্পাইডার-ম্যান ছিল?’ এই অভিনেত্রীর সর্বশেষ সিনেমা ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’। বর্তমানে নেটফ্লিক্স সিরিজ ‘দ্য পলিটিশিয়ান’-এর প্রধান চরিত্রে দেখা যাচ্ছে তাকে।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...