এ কেমন নির্মম নিষ্ঠুর পাশবিক নির্যাতন (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: এক মুসলিম কাউন্সিলরের ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত একদল উগ্রপন্থী হিন্দু। ওই ছেলেকে মাটিতে ফেলে কিল, ঘুষি, লাথির পাশাপাশি বুকের ওপর উঠে লাফিয়ে পড়ে হত্যা করা হয়। ভারতের বিহার রাজ্যের ভাবুয়ার শিবাজি চক এলাকায় নির্মম এই হত্যাকাণ্ড ঘটেছে।
শনিবার দেশটির ইংরেজি দৈনিক ইন্ডিয়া ট্যুডে এই হত্যাকাণ্ডের খবর দিলেও তাতে নির্মম গণপিটুনির শিকার যুবকের পরিচয় প্রকাশ পায়নি।

সংবাদ মাধ্যমটি বলছে, বিহারের কাইমুর জেলার ভাবুয়ার ওয়ার্ড কাউন্সিলরের ছেলে এক ব্যক্তিকে গুলি করেছেন বলে অভিযোগ উঠে। পরে গুলিবিদ্ধ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ ঘটনার পর ওয়ার্ড কাউন্সিলরের অভিযুক্ত ছেলেকে ধরে নিয়ে যায় স্থানীয় একদল উত্তেজিত জনতা। তারা দিবালোকে পুলিশের সামনে কাউন্সিলরের ছেলেকে গণপিটুনি দেয়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, উত্তেজিতরা জয় শ্রী রাম স্লোগান দিয়ে কাউন্সিলরের ছেলেকে নির্মমভাবে পিটুনি দিচ্ছে।

এ সময় চারদিক থেকে ওই যুবকের ওপর একের পর এক কিল, ঘুষি, লাথি পড়তে থাকে। নির্মম গণপিটুনিতে ওই যুবক জ্ঞান হারিয়ে ফেললেও তার বুকের ওপর উঠে নাচতেও দেখা যায়।

এমনকি এক ব্যক্তি শূন্যে লাফিয়ে উঠে মাটিতে পড়ে থাকা ওই যুবকের বুকের ওপর আছড়ে পড়ে। এক পথচারী নির্মম এই গণপিটুনির দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর কাইমুর সদর হাসপাতালে ভর্তি করেও তাকে বাঁচানো যায়নি।

এই লিংকে ক্লিক করে ভিডিও দেখুন

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...