পিবিএ,ঢাকা: মাগুরায় আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপের ফাইনালে আজ দর্শকের ঢল নামে। পুরো স্টেডিয়ামের গ্যালারিই যেন কানাই কানাই পরিপূর্ণ ছিলো আজ।
দেশের ফুটবল এখনো মরেনি! এই কথারই যেন উজ্জ্বল প্রমান আজকে মাগুরার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম। মাগুরার বিশ্বকাপখ্যাত আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপের ফাইনালে আজ জগদলের বিপক্ষে মাঠে নামে পলিতা বেরোইল ইউনিয়ন পরিষদ।
ফাইনাল উপলক্ষে আজ দর্শকদের জন্য গ্যালারি উন্মুক্ত রাখে স্টেডিয়াম কর্তৃপক্ষ। বিনা টিকিটেই ফাইনাল খেলা উপভোগ করতে সক্ষম হয় মাগুরার জনগন।
ফাইনালে পলিতা বেরোইলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে জগদল ইউনিয়ন পরিষদ।
পিবিএ/ইকে