পিবিএ,রাঙ্গামাটি: আগামী ১৯ জানুয়ারী রাঙ্গামটিতে ৭৮ হাজার ৮শত পাঁচ শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৯ হাজার ৬৪ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৬৯ হাজার ৭শত ৪১ জন। বুধবার (১৬ জানুয়ারী) সকালে স্বাস্থ্য বিভাগের আয়োজনে রাঙ্গামটি সিভিল সার্জন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ নাহার রঞ্জন নন্দী ,দৈনিক গিরিদর্পণ এর সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ,রাঙ্গামাটি রির্পোটাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা প্রমূখ।
সাংবাদিক সম্মেলনে আরো জানানো হয়েছে, ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১ টি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাসের কম বয়সী শিশু, ৫ বছরের বেশি বয়সী শিশু ,৪ মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রাপ্ত শিশু এবং অসুস্থ শিশুকে ক্যাম্পেইনের দিনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না এবং শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়াতে হবে।
পিবিএ/এনএ/এফএস