সম্রাটকে নিয়ে কাকরাইলে যুবলীগের কার্যালয়ে র‌্যাবের অভিযান

 

পিবিএ,ঢাকা: যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতারের পর তাদের নিয়ে কাকরাইলে যুবলীগ দক্ষিণের কার্যালয়ে অভিযানের প্রস্তুতি নিয়েছে র‌্যাব। সাদা একটি গাড়িতে করে তাকে কার্যালয়ের সামনে আনা হয়েছে।

আজ রোববার দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ের ভূইয়া ম্যানশনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের কার্যালয়ে ঢোকার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন র‌্যাবের মিডিয়া উইংয়ের মুখপাত্র সারওয়ার-বিন-কাশেম। এ কার্যালয়েই নিয়মিত নেতাকর্মীদের নিয়ে বসতেন সম্রাট।

ভূইয়া ম্যানশনের ভবনের গেটের তালা ভেঙ্গে প্রবেশ করেছে র‌্যাবের সদস্যরা।

চলমান ক্যাসিনো বিরোধী অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ রোববার ভোর ৫ টায় কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী আরমান কে গ্রেফতার করেছে র‌্যাব।

বিস্তারিত আসছে…

পিবিএ/বাখ

আরও পড়ুন...