শেখ হাসিনাকে দেখেই জড়িয়ে ধরলেন প্রিয়াংকা গান্ধী

পিবিএ ডেস্ক: টুইটারে প্রিয়াংকা গান্ধী লিখেছেন, শেখ হাসিনাজির কাছ থেকে প্রতীক্ষিত আলিঙ্গন পেলাম। দীর্ঘদিন ধরে তার সঙ্গে পুনরায় সাক্ষাতের অপেক্ষায় ছিলাম। স্বজন হারানো ও প্রতিকূলতা মোকাবিলায় তার শক্তি এবং যা বিশ্বাস করেন সেটির জন্য সাহস ও অধ্যাবসায়ের সঙ্গে লড়াইয়ের কারণে তিনি সব সময় আমার কাছে বড় ধরনের অনুপ্রেরণা।

রোববার (৬ অক্টোবর) নয়া দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন প্রিয়াংকা গান্ধী। বৈঠক শেষে এক টুইট বার্তায় প্রিয়াংকা গান্ধী এসব কথা জানান। টুইটারে তিনি লিখেছেন, শেখ হাসিনার বৈশিষ্ট্য হলো তিনি যা বিশ্বাস করেন সেটির জন্য সাহস ও অধ্যবসায়ের সঙ্গে লড়াই করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতে কংগ্রেস নেতাদের মধ্যে উপিস্থিত ছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, প্রিয়াংকা গান্ধী ও আনন্দ শর্মা।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...