সাংবাদিক আওলাদ হোসেন মুন্সি আর নেই

পিবিএ,ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে প্রকাশিত ও বহুল প্রচারিত সাপ্তাহিক ভাঙ্গার আলো পত্রিকার (অনলাইন সংস্করণ, বাংলা ও ইংরেজি) ভারপ্রাপ্ত সম্পাদক ও ঢাকা থেকে প্রকাশিত জাতীয় ইংরেজি পত্রিকা এশিয়ান এইজ এর উপজেলা প্রতিনিধি মো: আওলাদ হোসেন মুন্সি আর নেই।

তিনি ৬ অক্টোবর’২০১৯ রোববার দুপুর ১২ টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাল্লাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন হার্টের সমস্যায় ভ’গছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি ১ পুত্র, ১ কন্যা, ১ স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আছর ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাজা শেষে ঈদগাহ কবরস্থানে তাকে সমাহিত করা হয়। তাঁর অকাল মৃত্যুতে মিডিয়া ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি ভাঙ্গা পাইলট স্কুল থেকে এসএসসি, সরকারি কেএম কলেজ থেকে এইচএসসি ও বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাশ করেন। তিনি একাধারে ভাঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন (বিওজেএ) উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি, ঔষধ ব্যবসায়ি সমিতির সাংগঠনিক সম্পাদক এবং পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

তাঁর অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও ভাঙ্গার আলো সম্পাদক মো: গোলাম কিবরিয়া বিশ্বাস, সাধারণ সম্পাদক মো: রমজান শিকদার, অনলাইন প্রেসক্লাব সভাপতি মনিরুল হক মোল্লা, সাধারণ সম্পাদক মো: ইসমাইল মুন্সি, বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন (বিওজেএ) ফরিদপুর জেলা কমিটির সভাপতি বেলাল চৌধুরী, সাধারণ সম্পাদক আবিদুর রহমান নিপু, সাংগঠনিক সম্পাদক ও ভাঙ্গার আলো’র বার্তা সম্পাদক এবং ফরিদপুর মেইল সম্পাদক মো: রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মুন্সি হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা প্রমূখ।

পিবিএ/রফিকুল ইসলাম/বিএইচ

আরও পড়ুন...