কমোড পরিষ্কারে বেকিং সোডা

পিবিএ ডেস্ক: শুধু পরিষ্কার ঘর নয়, একই সঙ্গে পরিষ্কার রাখতে হবে বাথরুমকেও। পরিষ্কার বাথরুম মানেই যে অনেক খরচ করে ঝাঁ চকচকে বানাতে হবে, তা নয় কিন্তু। পরিষ্কার বাথরুম প্রতিটি বাড়িতে থাকাটা দরকার। কারণ এটি আমাদের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। বাথরুম বিশেষ করে কমোডে হলদে ভাব অথবা নোংরা দেখা গেলে তা আপনার রুচিতে বাঁধাই স্বাভাবিক, আর তাই আজকের লেখায় জানবো কমোড পরিষ্কারে বেকিং সোডার ব্যবহার, মুলত বেকিং সোডায় রয়েছে শক্তিশালী ক্লিনজিং উপাদান যা কমোডের দাগ দূর থেকে শুরু করে টয়লেটের মেঝে জীবাণুমুক্ত রাখতেও সাহায্য করে।

চলুন তাহলে জেনে নেওয়া যাক কমোড পরিষ্কারে বেকিং সোডার ব্যবহার পদ্ধতিঃ

যা যা লাগবেঃ

১। বেকিং সোডা
২। ভিনেগার
৩। গরম পানি

ব্যবহার পদ্ধতিঃ
১। টয়লেটের কমোডে ১ কাপ বেকিং সোডা ফেলে দিন।
২। এরপর তাতে ১ কাপ সাদা ভিনেগার ঢালুন। এক ধরনের বুদবুদ শব্দ শোনা যাবে।
৩। শব্দ বন্ধ হয়ে গেলে এক মগ গরম পানি ঢেলে দিন।
৪। ১৫ মিনিট অপেক্ষা করে ফ্ল্যাশ করে দিন। পরিষ্কার হয়ে যাবে কমোড।

পিবিএ/ইকে

আরও পড়ুন...