মালয়েশিয়া ৩৫ জন বাংলাদেশিসহ আটক-১০২

আটক

পিবিএ ডেস্ক: মালয়েশিয়া ৩৫ জন বাংলাদেশিসহ ১০২ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে সেদেশের পুলিশ। শনিবার রাজধানী কুয়ালালামপুরের আশপাশের এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক বাকিরা মিয়ানমারের ১৫ জন, ইন্দোনেশিয়ার ২৪ জন, ভারতের তিনজন, পাকিস্তানের ছয়জন, নেপালের ১৩ জন, সিরিয়ার তিনজন এবং একজন নাইজেরিয়ার নাগরিক।

কুয়ালালামপুরের পুলিশ প্রধান মাজলান লাজিম বলেন, মালয়েশিয়ায় অনিবন্ধিত অভিবাসীদের প্রবেশ ঠেকাতে এই অভিযান চালানো হয়েছে। যেসব এলাকায় অবৈধ অভিবাসীদের বিচরণ বেশি, সেসব এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, যারা বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া মালয়েশিয়ায় অবস্থান করছেন পর্যায়ক্রমে তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...