বরগুনায় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু

সড়ক
প্রতীকি ছবি

পিবিএ,বরগুনা: বরগুনায় সদর উপজেলার বাশবুনিয়া গ্রামে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় হামিম (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকালে বরগুনা-চালিতাতলী সড়কে এ দুর্ঘটনা ঘটে। হামিম ওই গ্রামের হানিফের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খেলা করতে করতে বাড়ির পার্শ্ববর্তী ওই সড়কে গেলে একটি অটোরিকশার ধাক্কায় হামিম গুরুত্বর আহত হয়। এ অবস্থায় তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, দুর্ঘটনায় নিহত শিশুটির মরদেহ বরগুনা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিবিএ/সাগর আকন/বিএইচ

আরও পড়ুন...