পিবিএ ডেস্ক: লজ্জার ইতিহাস গড়েছেন উমর আকমল। তিন বছর পর টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে নেমে শ্রীলংকার বিপক্ষে গোল্ডেন ডাক পান পাকিস্তানের এ উইকেটকিপার ব্যাটসম্যান।
শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে লংকানদের বিপক্ষে ১৬৬ রানের টার্গেট তাড়া করতে নেমে শূন্য রানে ফেরেন আকমল। সেই ম্যাচে পাকিস্তান হেরে যায় ৬৪ রানে। এদিন গোল্ডেন ডাক পাওয়া লজ্জার রেকর্ড থেকে পরিত্রাণ পেলেন শহীদ আফ্রিদি। তাকে ছাড়িয়ে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে এ নিয়ে ৯বার গোল্ডেন ডাক পেলেন উমর আকমল।
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি আটবার গোল্ডেন ডাক পেয়েছিলেন।
তবে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ১০বার গোল্ডেন ডাক পান শ্রীলংকান সাবেক তারকা ওপেনার তিলকারত্নে দিলশান। উমর আকমলের মতো ৯বার করে প্রথম বলেই আউট হয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান লুক রাইট ও আয়ারল্যান্ডের ক্রিকেটার কেভিন ওব্রায়েন।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬বার গোল্ডেন ডাক পান মাশরাফি বিন মুর্তজা। আব্দুর রাজ্জাক টি-টোয়েন্টিতে পাঁচবার প্রথম বলেই আউট হয়েছিলেন।
পিবিএ/ইকে