জিললুর আহবায়ক, সৈকত যুগ্মআহবায়ক

সান্তাহার শহর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন


পিবিএ,আদমদীঘি(বগুড়া): বগুড়ার আদমদীঘির সান্তাহার শহর প্রেসক্লাবে দৈনিক নবচেতনার উপজেলা প্রতিনিধি জিললুর রহমানকে আহবায়ক, দৈনিক আজকালের খবর ও সানশাইন প্রতিনিধি সাইফ হাসান খান সৈকতকে যুগ্ম আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার দুপুরে শহরের মাইক্রোস্টান্ডে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি আব্দুর রশীদ তারেকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন দৈনিক মানবকন্ঠের আদমদীঘি প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টু, আমাদেরকন্ঠ প্রতিনিধি সাইফুল ইসলাম, মানবজমিন প্রতিনিধি এম.এ ইউসুফ, দৈনিক বগুড়ার সান্তাহার প্রতিনিধি বিকাশ চন্দ্র প্রাং, দুরন্ত সংবাদের শফির উদ্দিন, আলো প্রতিদিনের আবু সাঈদ সাগর, পিবিএ নিউজ এজেন্সি প্রতিনিধি ইউনুছ আলী ফাইম প্রমূখ।

আলোচনা সভা শেষে সর্ব সম্মতিক্রমে জিললুর রহমানকে আহবায়ক ও সাইফ হাসান খান সৈকতকে যুগ্ম আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

পিবিএ/সাইফ হাসান খান সৈকত/এমএসএম

আরও পড়ুন...