পিবিএ ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলাটি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে প্রথম টি-টোয়েন্টিতে ১৬৫ রান করে ৬৪ রানের জয়ে ১-০তে এগিয়ে যায় সফরকারী শ্রীলংকা। আজকের ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত হবে লংকানদের।
আগের ম্যাচে সুযোগ পেয়ে প্রত্যাশিত ব্যাটিং করতে ব্যর্থ হলেও উমর আকমল ও আহমেদ শেহজাদের ওপরই আস্থা রাখছেন কোচ মিসবাহ-উল-হক।
পাকিস্তান ক্রিকেট দল: বাবর আজম, ফখর জামান, আহমেদ শেহজাদ, উমর আকমল, সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলী, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাসনাইন ও ওয়াহাব রিয়াজ।
শ্রীলংকা ক্রিকেট দল: ধানুস্কা গুনাথিলাকা, আভিস্কা ফার্নান্দো, ভেনুকা রাজাপাকশে, দাসুন শানাকা (অধিনায়ক), শিহান জয়সুরিয়া, ইসুর উদানা, ওয়ানিন্দু হাসরঙ্গা, মিনদো ভানুকা, লাকসান সান্দাকান, নুয়ান প্রদীপ ও কাসুন রাজিথা।
পিবিএ/ইকে