পিবিএ ডেস্ক: আগামী পাঁচ বছরে পাকিস্তান বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ অথবা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আইসিসির বড় টুর্নামেন্ট আয়োজনে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এহসান মানি বলেছেন।
২০০৯ সালে লাহোরে শ্রীলংকান ক্রিকেট দলকে বহনকারী বাসে সন্ত্রাসীরা হামলা চালায়। তারপর থেকেই পাকিস্তান সফরে যেতে আগ্রহ দেখাচ্ছে না কোনো টেস্ট খেলুড়ে দল। বর্তমানে পাকিস্তানের মাঠে ওয়ানডে সিরিজ খেলা শেষে টি-টোয়েন্টি খেলছে শ্রীলংকা।
পাকিস্তানের মাঠে এখন বিশ্বকাপের মতো বড় বড় টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করছেন পিসিবি সভাপতি এহসান মানি।
পিসিবি সভাপতি বলেন, পাকিস্তান বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় ইভেন্ট আয়োজনে প্রস্তুত রয়েছে। আমি নিশ্চিত যে, পাঁচ বছরের ব্যবধানে পাকিস্তানের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে।
২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত আইসিসির গুরুত্বপূর্ণ নয়টি ইভেন্টের মধ্যে আটটি বিগ থ্রি তথা ভারত, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া আয়োজন করছে।
এ ব্যাপারে পিসিবি সভাপতি বলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, আইসিসি প্রতিটি বড় ইভেন্টকে কেবল তিনটি দেশ- ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে বিতরণ করে দেয়।
পিবিএ/ইকে