সাকিবকে পেছনে ফেললো জাদেজা

পিবিএ ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টেস্টের নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সরিয়ে টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ের দুইয়ে উঠে এসেছেন রবীন্দ্র জাদেজা।

জাদেজার সঙ্গে সাকিবের ব্যবধান মাত্র ১ পয়েন্টের। ভারতীয় অলরাউন্ডারের ৩৯৮ পয়েন্টের বিপরীতে বাংলাদেশের টেস্ট অধিনায়কের পয়েন্ট ৩৯৭।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে অপরাজিত ৩০ রান করার পর জাদেজা বোলিংয়ে নেন ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে আরও উজ্জ্বলতা ছড়িয়েছেন এই অলরাউন্ডার। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে ঝড়ো ৪০ রানের ইনিংস খেলে বল হাতে ৮৭ রান খরচায় পান ৪ উইকেট।

জাদেজার এই অলরাউন্ডার পারফরম্যান্সের পুরস্কার দিল আইসিসি। টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে তৃতীয় স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি।

পিবিএ/ইকে

আরও পড়ুন...