পিবিএ ডেস্ক: বেশ অনেক দিন ধরেই চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে নায়িকা মাহিয়া মাহির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন নায়ক জায়েদ খান। তবে বিষয়টি নিয়ে কখনোই মিডিয়াতে মুখ খুলেননি তাদের দুজনের কেউই। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জায়েদ খান।
তিনি বলেন, আসলে দেখেন একজন আর্টিস্টের সঙ্গে কাজ করতে গেলে অনেক ধরনেরই কথা শোনা যায়। আর সেই সব কথা কানে নিলে তো আর কাজ করা যাবে না। আমাদের আগেও অনেক সিনিয়র শিল্পীদের নিয়ে এমন অনেক কথাই শোনা গিয়েছে।
জায়েদ খান আরও বলেন, এরআগেও নায়িকা পপিকে আমা’র সঙ্গে জড়িয়ে নানা কথা ছড়িয়েছে। এমনো শুনেছি আমি নাকি পপিকে বিয়েও করেছি। আমি বুঝিনা মানুষ কেন বোঝে না একজন মেয়ে যার বিয়ে হয়েছে, স্বামী আছে তার সঙ্গে আমি কেন প্রেম করবো?
এদিকে আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। আর নির্বাচনকে কেন্দ্র করে তাইতো চলচ্চিত্র পাড়ায় বেশ উৎসবের আমেজ। এবারের নির্বাচনে গতবারের মতো একই প্যানেল থেকে নির্বাচন করছেন মিশা-জায়েদ। বরাবরের মতই আছেন সিনিয়র শিল্পীরা।
পিবিএ/বিএইচ