পিবিএ ডেস্ক: ৪০ বছরের অপেক্ষার অবসান, আবার ফুটবল মাঠে বসে স্বাধীন ভাবে খেলা দেখতে পারবেন ইরানের মহিলারা।
ওইদিন তেহরানের আজাদি স্টেডিয়ামে ২০২২ সালের বিশ্বকাপের বাছাইপর্বে ইরান ও কম্বোডিয়ার মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে। সেই ম্যাচেই মহিলাদের জন্য আলাদা একটি স্ট্যান্ডের ব্যবস্থা করা হয়েছে।
৩৫০০ হাজার মহিলা ফুটবল ম্যাচ দেখার জন্য টিকিও বুক করেছেন। মহিলা দর্শকেদর নিরাপত্তার জন্য থাকছেন ১৫০ জন মহিলা পুলিশ কর্মীও।
তবে ১০ হাজার দর্শক ধারণক্ষম স্টেডিয়ামটিতে আরও নারী দর্শক বসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়।
পিবিএ/ইকে