ভিসির পদত্যাগসহ বুয়েট শিক্ষক সমিতির সাত দফা দাবি

পিবিএ, ঢাবি : উপাচার্যের পদত্যাগসহ বুয়েট শিক্ষক সমিতির সাত দফা দাবি জানিয়েছেন বুয়েট শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটায় এক প্রেস ব্রিফিংয়ে বুয়েট শিক্ষক সমিতির সভাপতি এ কে এম মাসুদ এক লিখিত বক্তব্যে সাত দফা দাবি উত্থাপন করেন।

সাত দফা দাবিগুলো হলোঃ

১) আবরার হত্যাকান্ডে জড়িত সকলকে দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে বিচার করে সর্বোচ্চ শাস্তি গ্রহণের জন্য সভা সরকারের সর্বোচ্চ পর্যায়ের নিকট জোর দাবি জানাচ্ছে,

২) আবরার পরিবারকে মামলা পরিচালনায় প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের জন্য সভা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি,

৩) হত্যাকাণ্ডে জড়িতদের বিশ্ববিদ্যালয়ের আইনানুসারে দ্রুততম সময়ের মধ্যে বুয়েট থেকে আজীবন বহিষ্কার এর জন্য সভা জোর দাবি,

৪) বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো হতে সকল অবৈধ রুম দখলকারীদের বিতাড়িত করে হলের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা,

৫) তদন্ত কমিটি গঠন করে অতীতে সংগঠিত সাধারণ শিক্ষার্থীদের উপর বিভিন্ন নির্যাতন এবং র‍্যাগিং এর তথ্য সমূহ BIIS এর মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইন তথ্য সংগ্রহ করে দোষীদের শনাক্ত করে; বিশ্ববিদ্যালয়ের আইনানুসারে সর্বোচ্চ শাস্তি প্রদান,

৬) বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী বুয়েট শিক্ষকগণ সকল প্রকার প্রত্যক্ষ ও পরোক্ষ রাজনৈতিক দল ভিত্তিক শিক্ষক রাজনীতি থেকে বিরত থাকার সিদ্ধান্ত এবং ক্যাম্পাসে রাজনৈতিক অঙ্গ-সংগঠন ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণের জোর দাবি জানাচ্ছি। প্রয়োজনে এই সিদ্ধান্ত কার্যকরে সরকার এবং দেশের সকল রাজনৈতিক দলগুলোর সহায়তা চাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়,

৭) শিক্ষার্থীদের উপর বিভিন্ন নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দীর্ঘদিনের নির্লিপ্ততা, নিস্ক্রিয়তার জন্য এ সভা সর্বসম্মতভাবে মনে করে যে , এ সকল ব্যর্থতার কারণে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম উপাচার্য পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। এমতাবস্থায় উপাচার্য পদ থেকে পদত্যাগ করার জন্য অধ্যাপক সাইফুল ইসলাম এর প্রতি আহবান জানানো হচ্ছে। স্বেচ্ছায় পদত্যাগ না করলে অবিলম্বে দায়িত্ব হতে অপসারণের জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।

পিবিএ/ওয়ায়েছ/জেডআই

আরও পড়ুন...