সেনেগালের বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল

পিবিএ ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ সন্ধ্যা ৬ঃ০০ টায় মাঠে নেমেছে ব্রাজিল। আজকের ম্যাচ নেইমারের শততম ম্যাচ।

ব্রাজিল একাদশঃ

মোরায়েস
আলভেজ মার্কুইনোস সিলভা সান্দ্রো
আর্থার ক্যাসেমিরো
জেসাস কোতিনহো নেইমার
ফিরমিনো

সদ্যই ঘরের মাঠে কোপা আমেরিকার শিরোপা জিতেছে ব্রাজিল। সেমিতে চিরপ্রতিদ্বন্দ্বী মেসির আর্জেন্টিনাকেও উড়িয়ে দিয়েছিলো সেলেকাওরা। তার উপর দলের সাথে ছিলেন না নেইমার। নেইমার ফিরেই আজ খেলছেন তার শততম আন্তর্জাতিক ম্যাচ।

পিবিএ/ইকে

আরও পড়ুন...