পিবিএ ডেস্ক: ব্রাজিল জাতীয় দলের হয়ে আজ নিজের শততম ম্যাচে মাঠে নেমেছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র।
৫ ফেব্রুয়ারী ১৯৯২ সালে জন্মগ্রহণ করেন নেইমার। ১৭ বছর বয়সে সান্তোসের হয়ে নিজের পেশাদারী ক্যারিয়ার শুরু করেন।
১০ আগস্ট ২০১০ ব্রাজিলের জাতীয় দলের হয়ে অভিষেক হয় নেইমারের। সেই ম্যাচেই নিজের প্রথম গোল পান নেইমার। সেই থেকে এখন পর্যন্ত দলের হয়ে ৯৯ টি ম্যাচে মাঠে নেমেছেন নেইমার। এই সময়ে ৬১ টি গোল করে ব্রাজিলের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি।
আজকেই নিজের শততম ম্যাচে মাঠে নামবেন নেইমার। গুরুত্বপূর্ণ ম্যাচটি জয় দিয়েই স্মরণীয় করে রাখতে চাইবেন পিএসজির এই ফরওয়ার্ড।
পিবিএ/ইকে