পিবিএ ডেস্ক: বরাবর ঠোঁটকাটা হিসাবেই পরিচিতি রয়েছে তার। সোজা কথা সহজভাবে বলতেই ভালোবাসেন তিনি। সে কারণে অনেকের চক্ষুশূলও তিনি। তবে তাতে কিছুই যায় আসে না তার। এক্কেবারে নিজের মতো করেই অপ্রিয় হলেও সত্যি বলতে পিছপা হননি কখনও।
হ্যাঁ ঠিকই ধরেছেন। কথা হচ্ছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে নিয়ে। সুদীপ দত্ত নামে এক ফেসবুক ব্যবহারকারীর অশ্লীল প্রস্তাবের প্রতিবাদে নেটদুনিয়ায় সরব হলেন অভিনেত্রী। দিলেন যোগ্য জবাব। সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকার আনাগোনা যথেষ্টই। তার অনুরাগীর সংখ্যাও কম নয়।
অভিনেত্রীকে মেসেজে নানা কথা লেখেন অনেকেই। ঠিক তেমনি স্বস্তিকার ফলোয়ার সুদীপ দত্ত নামে এক ফেসবুক ব্যবহারকারী। সম্প্রতি অভিনেত্রীকে মেসেজ করেন সুদীপ। ওই মেসেজের মাধ্যমে অভিনেত্রীর সঙ্গে রাত কাটানোর প্রস্তাব দেয় সে।
এই অশ্লীল মেসেজ দেখে রেগে আগুন অভিনেত্রী। বরাবরের ঠোঁটকাটা স্বস্তিকা সুদীপকে চাঁচাছোলা ভাষায় যোগ্য জবাব দেন স্বস্তিকা। সুদীপের মেসেজের স্ক্রিনশট শেয়ার করে তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন।
পিবিএ/বিএইচ