অবশেষে এবার জয়ার ‘অর্ধাঙ্গিনী’

পিবিএ ডেস্ক: কলকাতার ছবিতে একের পর এক অভিনয় করে যাচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। ‘বিসর্জন’ আর ‘বিজয়া’ পর আবারও কৌশিক গাঙ্গুলির নতুন ছবিতে দেখা যাবে এই অভিনেত্রীকে, এমনটাই শোনা যাচ্ছে।জানা গেছে, চলতি মাসেই শুরু হচ্ছে নতুন এই ছবির কাজ। ছবির নাম ‘অর্ধাঙ্গিনী’।

এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান ও কলকাতার অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলি। অভিনেতা অম্বারিশ ভট্টাচার্য ও সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্যের ছেলে পুরবের অভিনয়ের বিষয়টিও চূড়ান্ত। গল্পে জয়া আহসান ও চূর্ণীকে শক্তিশালী ব্যক্তিত্বের নারী চরিত্রে দেখা যাবে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৩ অক্টোবর থেকে ছবির দৃশ্যধারণ শুরু হবে। এখনও চলছে পাণ্ডুলিপি তৈরির কাজ। তবে সব চরিত্র এখনও চূড়ান্ত হয়নি। এদিকে, জয়া সর্বশেষ কাজ করেছেন অতনু ঘোষের ‘রবিবার’ ছবিতে। এতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন প্রসেনজিৎ।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...