১ উইকেটে লঙ্কানদের হারিয়ে সমতা আনলো বাংলাদেশ

পিবিএ ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে নাইম-মিথুনের অর্ধশতকে শ্রীলঙ্কা এ দলকে ১ উইকেটে শেষ বলে হারালো বাংলাদেশ এ ক্রিকেট দল। এ জয়ের ফলে সিরিজে ১-১ এ সমতা আনলো মিঠুনরা।।

প্রেমাদাসায় আগে ব্যাটিং করতে নেমে টাইগার বোলারদের একের পর এক আঘাতে শেষ পর্যন্ত ৯ উইকেটে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৬ রানের পুঁজি গড়ে শ্রীলঙ্কা এ দল। জবাবে নাইম শেখের ৬৮ আর মিথুনের ৫২ রানে শেষ পর্যন্ত শেষ বলে সানজামুলের ব্যাটে ১ উইকেটের জয় পায় বাংলাদেশ এ দল।

টসে জিতে বোলিংয়ে নেমে বাংলাদেশকে ভালো সুচনা এনে দেন পেসার আবু হায়দার রনি। দলীয় ২৮ রানে ওপেনার নিশাঙ্কাকে ফেরান তিনি৷ এরপর দলীয় ৬৩ রানে আরেক ওপেনার লাহিরু উদানাকে ফেরান ইবাদত। পরবর্তীতে দলীয় ৮০ রানে লঙ্কান শিবিরে তৃতীয় আঘাত হানেন সাইফ হাসান।

পরবর্তীতে মেন্ডিস ও পেরেরা ভালো জুটি গড়েন। অর্ধশতক করা মেন্ডিসকে ফেরান আফিফ। এরপর পেরেরাকে ব্যক্তিগত ৫১ রাে ফেরান সানজামুল। শেষদিকে ইবাদত-রনিরা পরপর আঘাত হানলে শেষ পর্যন্ত ৯ উইকেটে ২২৬ রান সংগ্রহ করে স্বাগিতকরা।

বাংলাদেশের হয়ে ২ টি করে উইকেট আবু হায়দার রনি, সানজামুল ইসলাম ও ইবাদত হোসেন।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন ওপেনার নাইম শেখ। দলীয় ১৫ রানে ওপেনার সাইফ হাসান ফিরে গেলেও আক্রমনাত্নক ব্যাটিং করতে থাকেন নাইম। কিন্তু ব্যক্তিগত ৪৪ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যেতে হয় তাকে। এরপর আফিফ-মিথুনের জুটিতে দলীয় শত রান পার করে বাংলাদেশ এ দল।

তবে আফিফও টিকতে পারেনি বেশিক্ষণ। ব্যক্তিগত ২৪ রানে ফিরেন তিনি। অন্যদিকে দারুণ ব্যাটিং করে অর্ধশতক করেন অধিনায়ক মিথুন। তাকে সঙ্গ দিয়ে নুরুল হাসান সোহান ২৫ রানে ফিরলে আবারো ব্যাটিংয়ে নামেন রিটায়ার্ড করা নাইম। নেমেই তিনিও তুলে নেন অর্ধশতক।

জয়ের খুব কাছে গিয়ে মিথুন ৫২ আর নাইম শেখ ৬৮ রানে ফিরে গেলে পরপর উইকেট খুইয়ে হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ। তবে শেষ ওভারের শেষ বলে ১১ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিশ্চিত করেন সানজামুল।

সংক্ষিপ্ত স্কোরঃ
শ্রীলঙ্কা এ দল ২২৬/৯(৫০)
মেন্ডিস ৬১, পেরেরা ৫২।
রনি ২/৪২, সানজামুল ২/৪৩,ইবাদত ২/৪৬।

বাংলাদেশ এ দল ২২৭/৯(৫০)
নাইম শেখ ৬৮, মিথুন ৫২।
মেন্ডিস ৩/৪০।

পিবিএ/ইকে

আরও পড়ুন...