পিবিএ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২২ এবং এশিয়া কাপ ২০২৩ এর চূড়ান্ত বাছাইপর্বের ম্যাচে কাতারের বিপক্ষে লড়াকু ফুটবলের খেললো জামাল ভূইয়ার বাংলাদেশ।
দারুণ কয়েকটা সুযোগও করলেও ভাগ্য দোষে গোলের দেখা পায়নি বাংলাদেশ।
বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে শক্তিশালী কাতারের কাছে শেষ পর্যন্ত হারল বাংলাদেশ। বাংলাদেশকে ২-০ গোলে হারিয়েছে ২০২২ বিশ্বকাপের স্বাগতিক দেশটি।
আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই গ্যালারি ছিল কানায়-কানায় ভর্তি। উৎসবমুখর পরিবেশ। রক্ষণ জমাট রেখে শুরুতে দারুণ খেলতে থাকে বাংলাদেশও। সুযোগ পেলে প্রতিআক্রমণে এশিয়ার চ্যাম্পিয়ন কাতারের রক্ষণ ভীতি ছড়ানোর চেষ্টা ছিল জীবন-ইব্রাহিমদের।
উল্লেখ্য, বাছাইয়ে টানা দুই ম্যাচ হারলো জেমি ডের দল। এর আগে প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ১-০ ব্যবধানে হেরেছিল ডের শিষ্যরা।
পিবিএ/ইকে