সেনেগালের বিপক্ষে ড্র করলো ব্রাজিল

পিবিএ ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সেনেগালের বিপক্ষে ড্র করেছে ব্রাজিল। সেনেগালের সাথে ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ করেছে নেইমারবাহিনী।

এই প্রথমবারের মতো সেনেগালের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। প্রথমবারের দেখায়ই সমানে-সমান লড়াই করলো দুই দল।

খেলার শুরুতেই ফিরমিনোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে গোল করে খেলায় সমতা ফেরায় সেনেগালের দিয়েদহিয়ুও।

বাকি সময়ে দুই দলের কেউই আর কোন গোল করতে না পারলে ড্র নিয়েই সন্তষ্ট থাকতে হয় দুই দলকে।

পিবিএ/ইকে

আরও পড়ুন...