আর্জেন্টিনা-জার্মানি ম্যাচে প্ল্যাকার্ড হাতে আবরার হত্যার বিচার চাইলেন সমর্থকরা

পিবিএ ডেস্ক: ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনে নিহত বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের (২১) হত্যাকাণ্ডের বিচার চাইলেন জার্মানি প্রবাসী বাংলাদেশের কয়েজন ফুটবল সমর্থক।

গত ৬ অক্টোবর রবিবার দিবাগত রাতে বুয়েটের শেরে বাংলা হলে পিটিয়ে হত্যা করা হয় আবরার ফাহাদ নামের এক মেধাবী শিক্ষার্থীকে। সেই থেকেই সারা দেশে চলছে এই ঘটনার বিচারের দাবিতে নানা ধরনের কর্মসূচি।

এবার সেই তালিকায় যোগ হলো জার্মান প্রবাসী কয়েকজন বাংলাদেশীও। বাংলাদেশ সময় বুধবার মধ্যরাতে অনুষ্ঠিত হওয়া জার্মানি-আর্জেন্টিনার মধ্যকার ম্যাচে কয়েকজন সমর্থক প্ল্যাকার্ড হাতে আবরার হত্যার ন্যায় বিচারের দাবি জানান।
আবরার হত্যার বিচার চাইলেন জার্মান প্রবাসী এই বাংলাদেশী।

প্ল্যাকার্ডে লেখা ছিলো, “আবরার হত্যার বিচার চাই। আবরারের লাশের উপর দিয়ে ফেনী নদীর পানি ভারতে যাবে না।”

পিবিএ/ইকে

আরও পড়ুন...