২৪০ রানে ঢাকা ডিভিশনের প্রথম ইনিংসের সমাপ্তি

পিবিএ,ঢাকা: জাতীয় লিগের প্রথম রাউন্ডে ঢাকা ডিভিশনের বিপক্ষে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজশাহী ডিভিশন। প্রথম ইনিংসে ব্যাট করে ২৪০ রানে অল উইকেট হারায় ঢাকা ডিভিশন।

ঢাকা ডিভিশনের হয়ে ওপেনিং করতে নেমে দুর্দান্ত অর্ধশতক পূর্ণ করেন ‘রনি তালুকদার’। কিন্তু ব্যাক্তিগত ৬৩ রানে শফিউলের বলে ফিরতে হয় তাকে। পরবর্তীতে জয়রাজ শেখ দলের হাল ধরতে চাইলেও তাইজুলের বলে ৩৫ রান করে ফিরতে হয়।

একপাশ থেকে কারো সঙ্গ না পেয়ে ‘তাইবুর রহমান’ ৯ চার ও ১ ছক্কায় ৮৮ রান করে অপরাজিত থাকতে হয়।
অপরদিকে বোলিংয়ে তাইজুল নেন ৪ উইকেট, শফিউল নেন ৩ উইকেট এবং ফরহাদ রেজা নেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা ডিভিশন
প্রথম ইনিংসে সংগ্রহঃ২৪০/১০(৭৬.১)
তাইবুর ৮৮*, রনি তালুকদার ৬৩
তাইজুল ৪/৯২, শফিউল ৩/৪৩

পিবিএ/ইকে

আরও পড়ুন...