পিবিএ ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের অন্যতম ফ্রাঞ্চাইজি কিংস এলিভেন পাঞ্জাব। আইপিএল এর আগামী আসরের জন্য পাঞ্জাবের কোচ হচ্ছেন ভারত জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং ভারতীয় দলের সাবেক কোচ অনিল কুম্বলে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল বিশ্বের সবচেয় ব্যয়বহুল বাণিজ্যিক টুর্নামেন্ট। বিশ্বের অন্যতম ঝাকঝমক পূর্ন টুর্নামেনন্টের গুলোর মধ্যে আইপিএল অন্যতম। যেখানে বিশ্বের সব নামি-দামি ক্রিকেটাররা অংশ গ্রহণ করেন। শুধু ক্রিকেটার নয়। এখানকার প্রত্যেক দলের যে কোচিং প্যানেল থাকে তা অন্য দেশের জাতীয় দলের মত৷
প্রতি বছরই আইপিএল নিয়ে আসে নতুনত্বের ছোয়া। ক্রিকেটার থেকে শুরু করে কোচ কিংবা দলের মালিকানা। তারই ধারাবাহিকতায় এবার কোচ পরিবর্তন করলো কিংস ইলেভেন পাঞ্জাব।
পাঞ্জাব তাদের নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ভারত জাতীয় দলের এক সময়ের অন্যতম খেলোয়াড়,ভারতীয় জাতীয় দলের সদ্য সাবেক হওয়া সফল কোচ অনিল কুম্বলে। ক্রিকেটীয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফো তাদের টুইটারে এ খবর নিশ্চিত করে।
পিবিএ/ইকে