পিবিএ ডেস্ক: পুনে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের সপ্তম ডাবল সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। প্রোটিয়া বোলারদের শাসন করে একের পর এক রেকর্ড গড়ে তুলে নেন দুর্দান্ত ডাবল সেঞ্চুরি।
প্রথম দিনে মায়াঙ্ক আগারওয়ালের শতকেই শিরোনাম লিখে ভারত। তবে এদিনও অর্ধশতক করে অপরাজিত থাকেন কোহলি। দ্বিতীয় দিনে লাঞ্চ বিরতির আগেই ফিলান্দারকে দারুন এক চার মেরে তুলে নেন টেস্টে তার ২৬ তম সেঞ্চুরি।
এরপর দ্বিতীয় সেশনে নিজের রানের চাকা ঘুরিয়ে এগুতে থাকেন ডাবল শতকের দিকে। দেড়শো পার করে ১৯৪ রান নিয়ে চা বিরতিতে যান। তৃতীয় সেশনের শুরুতেই ব্যাটিংয়ে নেমে ২৯৫ বলে ২৮ টি বাউন্ডারিতে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের সপ্তম ডাবল সেঞ্চুরি। যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ।
দারুণ এই ইনিংসের মাধ্যমে টেস্টে নিজের সাত হাজার রানও পূর্ণ করেন কোহলি। এছাড়াও অধিনায়ক হিসেবে ১৫০ টেস্ট ইনিংসে খেলতে নেমে ব্রাডমানে্ রেকর্ড ভেঙে সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ড গড়েন কোহলি।
পিবিএ/ইকে