কুয়েতে অবৈধ মেলামেশার দায়ে বাংলাদেশি যুবক আটক

পিবিএ,কুয়েত: গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) কুয়েতে বাংলাদেশের প্রবাসী মিজান আল রহমান নামে এক বাঙ্গালীকে ফারওয়ানিয়া এলাকার আনুমানিক বেলা ২টার দিকে একটি বাসা থেকে ফিলিপাইন মেয়ের সাথে অবৈধভাবে মেলামেশা করার সময় গ্রেফতার করে কুয়েত পুলিশ।

পরে কুয়েত পুলিশ মিজানকে ডেপুটিশন সেন্টারে প্রেরন করেন। প্রবাসীদের ফেইসবুক পেইজে মিজানের এই অপকর্ম ও গ্রেফতারের বিষয়টি ভাইরাল হয়। অনুসন্ধানে জানা যায় মিজান আল রহমান বিভিন্ন পরিচয়ে পরিচিত প্রবাসীদের কাছে কখন সাংবাদিক, কখন বাংলাদেশ দূতাবাসের কর্মচারী, কখন মডেল মিজান, তবে এই মিজান বিভিন্ন কৌশলে প্রবাসী পরিবারে মেয়েদের মোবাইল নাম্বার সংগ্রহ করে মেয়েদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে উত্তপ্ত করে। মিজান একটি জিমনেশিয়ামে পার্টটাইম চাকুরী করত বলে জানা যায়।

নির্দিষ্টভাবে মিজান কোন চাকুরী করত না। নারী লোভী মিজান আল রহমান দেশে তার পরিবারকে টাকা পয়সা ঠিকমত দিত না এ ধরনের অভিযোগও পাওয়া যায় মিজানের গ্রামের বাড়ি কুমিল্লা চাঁদপুর থেকে। প্রবাসীরা আরো বলেন মিজান আল রহমান কুয়েতে এসে এসব অপকর্মে লিপ্ত হয়ে বাংলাদেশের উজ্বল ভাবমূর্তি ক্ষুন্ন করছে।

পিবিএ/ইকে

আরও পড়ুন...