হঠাৎ করে বেড়েছে চালের দাম


পিবিএ,কুষ্টিয়া: হঠাৎ করে দেশের অন্যতম বৃহত্তম চালের মজুতবাজার কুষ্টিয়ায় সব ধরনের চালের দাম বেড়েছে।

জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এ মজুতবাজারে চালের দাম স্বাভাবিক ছিল। নির্বাচন পরবর্তী সময় থেকে চালের দাম বৃদ্ধি পায়। গত এক সপ্তাহের ব্যবধানে চালের দাম বস্তাপ্রতি ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বেড়েছে। মজুতবাজারের নিত্যপণ্য চালের দাম বেড়ে যাওয়ায় প্রভাব পড়ছে ভোক্তাপর্যায়ে।

কুষ্টিয়ার খাজানগরের মিল মালিক আব্দুল মজিদ পিবিএ কে জানান , ২০১৮ নির্বাচনী বছর হওয়ায় সরকার ব্যাপক নজরদারিতে রাখার কারণে চালের বাজার স্বাভাবিক ছিল। অনেক মিলে অভিযান চালানো, বাইরে থেকে চাল আনার কারণে বাজারে চালের দাম বাড়েনি। বরং বেশি দামে ধান কিনে মিলমালিকরা কম দামে চাল বিক্রি করেছেন। এখন ধানের সংকট,বিভাগীয় ও জেলা শহরগুলোর আড়তে চালের চাহিদা থাকায় মোকামে কিছুটা দাম বেড়েছে।

চালের দাম বাড়ার খবরে, ঢাকাসহ বড় বড় শহরের পাইকাররা বিপুল পরিমাণ চাল খাজানগর মোকাম থেকে কিনে নিয়ে যাওয়ায় মিলগুলো এখন চালশূন্য বলা যায়।

কুষ্টিয়া জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন প্রধান পিবিএ কে বলেন, ‘গত বছর আবহাওয়া অনুকুলে থাকায় রেকর্ড পরিমাণ দেশি ধান উৎপাদন এবং সরকারের নানা পদক্ষেপের কারণে চালের বাজার স্থিতিশীল ছিল। সাধারণ মানুষ অনেক সস্তায় চাল ক্রয় করতে পেরেছে। এখন ধানের দাম বেশি হওয়ায় চালের দামও বেড়েছে।

পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...