রোনালদোর রেকর্ডের দিনে পর্তুগালের জয়

পিবিএ স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের হয়ে আগের ম্যাচেই লিথুনিয়ার বিপক্ষে জ্বলে উঠেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দলের পাঁচ গোলের মধ্যে একাই উপহার দিয়েছিলেন চার চারটি গোল। লুক্সেমবার্গের বিপক্ষের ম্যাচেও বজায় রাখলেন সেই ধারাবাহিকতা। এবার দলের ৩ গোলের মধ্যে তার অবদান একটি হলেও সেটি ছিল দেখার মতো গোল। আর এই গোলের মাধ্যে ক্যারিয়ারের ৭০০তম গোলের দেখা পান ‘সিআর সেভেন’। এই ফলে ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে জয়ের ধারা ধরে রাখল পর্তুগাল।

লুক্সেমবার্গের বিপক্ষে নিজেদের মাঠে ৩-০ গোলে জয় পায় পর্তুগাল। এ জয়ের পরেও ‘বি’ গ্রুপের শীর্ষস্থান পায়নি পর্তুগাল। পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্রতে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউরোর শিরোপাধারীরা। এক ম্যাচ বেশি খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউক্রেন।

গতকাল রাতে ঘরের মাঠে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামে পর্তুগাল। দুর্দান্ত ফর্মে থাকা ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার বার্নার্দো সিলভা দলকে ম্যাচের ১৬ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নেন।

গোল করার পর যেন আরও ধার বেড়ে যায় পর্তুগিজদের। একের পর এক আক্রমণ করতে থাকেন তারা। বেশ কয়েকবার আক্রমণ করলেও প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি তারা। দ্বিতীয়ার্ধে ফিরে ৬৫ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। গোলরক্ষককে এগিয়ে আসতে দেখে আস্তে করে তার মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। সারা ম্যাচজুড়ে যত আক্রমণ করেছে পর্তুগাল, তার তুলনায় গোল পেয়েছে খুবই কম। তাদের আক্ষেপ মিটিয়ে ৮৯ মিনিটের মাথায় ম্যাচের শেষ গোলটি করেন গঞ্জালো গুইদেস।

গতকালের ম্যাচে গোল করে ক্লাব ও জাতীয় দলের জার্সিতে ৯৭৩ ম্যাচে রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়ালো ৭০০টিতে। এর মধ্যে ১২টি প্রতিযোগিতা মিলিয়ে ৪৫৮টি ম্যাচেই গোল করেছেন তিনি। প্রতি ১১২ মিনিটে একটি করে গোল পেয়েছেন তিনি। স্পোর্টিং লিসবনের হয়ে ৩১ ম্যাচে তার গোলসংখ্যা ৩১টি, ইউনাইটেডের হয়ে ২৯২ ম্যাচে ১১৮, রিয়ালের হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫১ এবং জুভেন্টাসের হয়ে ৩২টি গোল করেছেন তিনি।

পিবিএ/বাখ

আরও পড়ুন...