আবরার হত্যার ঘটনায় মোয়াজ আটক

পিবিএ,ঢাকা: বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার সাথে জড়িত মোয়াজ আবু হুরায়রাকে গ্রেফতারের মধ্যদিয়ে এপর্যন্ত ১৯জনকে গ্রেফতার করলো ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ । ডিএমপি নিউজে বলা হয়, গ্রেফতারকৃতের নাম- মোয়াজ আবু হুরায়রা (২০)। পিতা- মাশরুর-উজ-জামান, গ্রাম- পিরপুর, ওসমানপুর থানা- কুলিয়ারচর, জেলা- কিশোরগঞ্জ।

গ্রেপ্তারকৃতরা হত্যা করার কথা স্বীকার করেছেন: ডিবি
আবরার

সে বুয়েটের ইইই বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র। শনিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উত্তরার ১৪নং সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের একটি দল। উল্লেখ্য, গত রবিবার (৬ অক্টোবর) দিবাগত মধ্যরাতে বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবরারকে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনা সংক্রান্তে নিহতের বাবা মোঃ বরকত উল্লাহ চকবাজার থানায় লিখিত অভিযোগ করলে একটি হত্যা মামলা রুজু হয়। মোয়াজ আবু হুরায়রাকে গ্রেফতারের মধ্যদিয়ে এপর্যন্ত ১৯জনকে গ্রেফতার করলো ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ।

পিবিএ/বাখ

আরও পড়ুন...