ছাত্রসংগঠনের অফিস সিলগালা করছে বুয়েট: হলে চলছে অভিযান

পিবিএ,ঢাকা: প্রশাসনিক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সকল রাজনৈতিক সংগঠন ও তার কার্যক্রম নিষিদ্ধ করলো বুয়েট কর্তৃপক্ষ। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সাইদুর রহমান স্বাক্ষতির এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জানানো হয়।

একইসাথে পৃথক আরেক বিজ্ঞপ্তিতে বুয়েটের আবাসিক হলগুলোতে যারা অবৈধভাবে অবস্থান করছেন তাদের সিট খালি করা ও সাংগঠনিক ছাত্র সংগঠনগুলোর অফিসরুম বন্ধ করে তা সিলগালা কারার জন্য ছাত্রকল্যাণ পরিচালককে ব্যবস্থা নিতে বলা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামীকাল রোববার থেকে এ কার্যক্রম শুরু হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে কোন ছাত্র সাংগঠনিক ছাত্র রাজনীতি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে ডিসিপ্লিন লংঘন এর দায়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে, একইসাথে কোন শিক্ষার্থীরা বিরুদ্ধে র‌্যাগিং বা ছাত্র নির্যাতনের অভিযোগ আসলে তা ডিসিপ্লিনারী কমিটির মাধ্যমে দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। এদিকে এই বিজ্ঞপ্তি প্রকাশের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক হলগুলোতে উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকাল থেকে অভিযান শুরু হয়। ইতোমধ্যে বুয়েট ছাত্রলীগ শাখার সাবেক সভাপতি জামি উস সানির কক্ষ সিলগালা করেছে বুয়েট প্রশাসন। তিনি আহসানুল্লাহ হলে থাকতেন। একাধিক হলেও এমন ঘটনা ঘটেছে।

বুয়েট প্রশাসন জানায়, ছাত্ররাজনীতি বন্ধের পর আজ সকাল থেকে যেসব কক্ষে প্রাক্তন ও চার সিটের কক্ষে এক-দুজন ছাত্র থাকেন তাদের বিরুদ্ধে এই অভিযান চলছে। এছাড়াও আগামীতে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা।

পিবিএ/বাখ

আরও পড়ুন...