নয়াপল্টন বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ

পিবিএ,ঢাকা: ভারতের সঙ্গে দেশ বিরোধী সব চুক্তি বাতিল ও আবরার হত্যার প্রতিবাদে সারাদেশে আজ দেশের মহানগরগুলোয় সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। তবে বেলা পোনে ১২ টা পর্যন্ত ঢাকায় সমাবেশ করার অনুমতি দেয়নি প্রশাসন। সকাল থেকে নেতাকর্মীরা নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আসতে শুরু করে। এসময় অনেকেই পুলিশের বাধার মুখে পড়েন। সড়কের দুই পাশেই পুলিশ চেক বসায়। সকলের পরিচয় পত্র দেখে তার পর প্রবেশ করতে দেয়। সন্দেহ জনক হলে তাকে আর প্রবেশ করতে দেয়া হয় না।

নয়াপল্টন বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ
নয়াপল্টন বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ

বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে দেখা গেছে, কিছু নেতাকর্মী বসে ও দাঁড়িয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। সড়কে যাতে যান চলাচলে বিঘ্ন না হয় সেজন্য পুলিশ নেতাকর্মীদের ঘিরে দাঁড়িয়ে আছে। বিএনপির সহ প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরি এ্যানি বলেন, আমরা ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম ও ডিসি আনোয়ারুল ইসলামে সাথে কথা বলেছি। এখনো অনুমতি দেয়নি। আশা করি অনুমতি পেয়ে যাবো।

পিবিএ/বাখ

আরও পড়ুন...