পিবিএ ডেস্ক: সম্প্রতি শ্রীলঙ্কার পাকিস্তান সফর যেন ক্রিকেট কে এক নতুন শান্তির বার্তা দিয়েছে। নিরাপত্তার অজুহাতে কেউ পাকিস্তান সফরে যেতে না চাইলেও, শ্রীলঙ্কার সাথে সিরিজ ভালভাবে নিরাপত্তার সহিত আয়োজন করতে পারায় বেশ খুশী পাকিস্তান। তাই এবার সেচ্ছায় পাকিস্তান সফরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলো ক্রিকেট আয়ারল্যান্ড।
শ্রীলঙ্কার সাথে ৩ ম্যাচের ওডিয়াই এবং ৩ ম্যাচের
টি -২০ সিরিজ বেশ সফল ভাবে আয়োজন করেছে পাকিস্তান। এ নিয়ে বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের নিরাপত্তার ইস্যু কিছুটা হলেও বিশ্বাস করবে অন্য দেশে গুলো। পাকিস্তান সফর শেষে কিছুদিন এর ভিতরে শ্রীলঙ্কা আসতে আগ্রহ দেখিয়েছে আয়ারল্যান্ড।
এদিকে গত সপ্তাহে পাকিস্তান সফর এ গিয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড এর প্রধান নির্বাহী ওয়ারেন ডিডট্রম ও ক্রিকেট বোর্ড চেয়ারম্যান রস ম্যাককালাম। এতে তারা পাকিস্তান ক্রিকেট বোর্ড এর কর্মকর্তা দের সাথে কথা বলেন।
এ বিষয়ে জানতে চাইলে ওয়ারেন ডেডট্রম বলেন – আমরা অল্প কিছু দিন আগে টেস্ট স্টাটাস পেয়েছি। আমরা আমাদের ইতিহাসের প্রথম টেস্ট পাকিস্তানের সাথে খেলেছি। পাকিস্তানে ক্রিকেট ফেরাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড কিংবা সরকারের যে একান্ত প্রচেষ্টা আমরা সেই প্রচেষ্টায় অবদান রাখতে চাই।
আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড চেয়ারম্যান রস ম্যাককালাম বলেন – আমরা পাকিস্তান সফরে আসতে চাই। যদি সেক্ষেত্রে পিসিবির আগ্রহ থাকে। তারা যদি আমাদের আমন্ত্রণ জানায় তবে আমরা আগামী বছর বা তার পরের বছর পাকিস্তানে সফর করতে চাই। তবে দুদেশের মধ্যে সিরিজ আয়োজন এর ব্যাপারে এখন কোন সিদ্ধান্ত হয়নি।
পিবিএ/ইকে