পিবিএ, মৌলভীবাজার: মাদক পরিবার সমাজ তথা দেশকে ধ্বংস করে দেয়। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সচেতনতার কোন বিকল্প নাই। মাদকাসক্ত মানুষ পরিবার দেশ ও সমাজের কোন কাজে আসে না। প্রত্যেকের জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য নিজের ইচ্ছা শক্তিই যথেষ্ট। মাদক গ্রহন বা পরিহার করা ব্যাক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে। সবাই মাদকের বিরুদ্ধে একত্রে কাজ করি মাদকমুক্ত জীবন ও দেশ গড়ি।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বুধবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও রুখে দাঁড়াই মাদক তাড়াই সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে সাবেক চীফ হুইপ আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদের ১০ম প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপিত করা হয়। এবং এই উপলক্ষে রুখে দাঁড়াই মাদক তাড়াই সংকলনের মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আসরাফুজ্জামান।
অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ সরোয়ার জাহান জুয়েলের সভাপতিত্বে ও সহসভাপতি নৃপেষ ঘোষ’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া, অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদের উপদেষ্ঠা অবিনাশ আচার্য্য, দ্বারিকা পাল মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক রজত শুভ্র চক্রবর্ত্তী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিকুল চক্রবর্ত্তী, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ও আবৃত্তিকার দেবাশীষ চৌধুরী রাজা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুমিনুল হোসেন সোহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির মহিলা সম্পাদিকা শাহিনা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক ছায়ফুর রহমান এবং সংগঠনের উপদেষ্টামন্ডলী ও কার্যকরী কমিটির সদস্যদের নাম উপস্থাপন করেন প্রচার সম্পাদক তোফায়েল আহমেদ পাপ্পু। অনুষ্ঠান শেষে নৈশভোজ পরিবেশন করা হয়।
পিবিেএ/টিএপি/এফএস