রোনালদোর প্রতি সম্মান প্রদর্শনের জন্য স্টেডিয়ামের নাম পরিবর্তন

পিবিএ ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি সম্মান প্রদর্শনের জন্য নিজেদের স্টেডিয়ামের নাম পরিবর্তন করার কথা ভাবছে পর্তুগীজ ক্লাব স্পোর্টিং সিপি।

স্পোর্টিং ক্লাব পর্তুগালের হয়েই পেশাদার ফুটবলার হিসেবে যাত্রা শুরু করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর ম্যান ইউ, রিয়াল ঘুরে এখন জুভেন্টাসের হয়ে মাঠ মাতাচ্ছেন বিশ্ব ফুটবলের এই পরিচিত মুখ।

দলীয় বা ব্যক্তিগত এমন পুরস্কার কমই আছে যা রোনালদোর ট্রফিকেসে নেই। নিজেদের দলের সাবেক এই সুপারস্টারকে এবার সম্মান জানাতে চাই তার শৈশবের ক্লাবটি।

স্পোর্টিং ক্লাব পর্তুগালের বর্তমান সভাপতি ফ্রেডরিকো ভার্নান্দেজ জানিয়েছেন, “রোনালদোর নামে আমাদের স্টেডিয়ামের নতুন নামকরণ করতে পারলে আমরা গর্বিত হবো। রোনালদো অবসর নিলে এস্তাদিও হোসে আলভালাদের পরিবর্তে রোনালদোর নামেই আমাদের স্টেডিয়ামের নামকরণের ইচ্ছা আছে।”

পিবিএ/ইকে

আরও পড়ুন...