পিবিএ,ওমান: মাস্কাটের আল-খোয়ের বাঙ্গালী অধ্যুষিত এলাকায় ঘুমান্ত অবস্থা মারা যায় বলে পিবিএ কে তার সাথে থাকা প্রবাসীরা। জানা যায় মৃত্যু ব্যক্তির নাম আব্দুর রব মিয়া, তার দেশের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার কৃষ্ণপুর কলাগাছিয়া গ্রামে, ওমান প্রবাসীরা জানান তিনি প্রায় দীর্ঘ চল্লিশ বছর যাবত ওমানে রয়েছেন, গত দুইমাস আগে তিনি ছুটি কাটিয়ে দেশ থেকে ওমানে এসেছেন।
স্থানীয় অন্য প্রবাসী ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম পিবিএ কে আরো জানান, আব্দুর রব মিয়া মৃত্যুর আগে সম্পূর্ণ সুস্থ ছিলো, ওই রাতেও অন্য প্রবাসীদের সাথে সুস্থভাবে কথাবার্তা বলেছেন এবং রাতের খাবার ও খেয়েছেন, তার এমন মৃত্যুতে শোঁকের ছায়া নেমে এসেছে গোটা আল-খোয়ের এলাকায় এবং তার নিজ গ্রামে।
স্থানীয় প্রবাসীরা জানান, সে মৃত্যু আব্দুর রব মিয়াঁ অনেক ভালো মানুষ ছিলো, সব সময় সবার সাথে হাসিমুখে কথা বলতো, কখনো কাউকে কষ্ট দিতনা। তার মৃত্যুর খবর ছড়িয়ে পরলে স্থানীয় প্রবাসীরা এসে পুলিশ কে কল দিলে পুলিশ এসে তার মরদেহ নিয়ে যায়। বর্তমানে তার মরদেহ খোলা হসপিটালে রয়েছে। আব্দুর রব মিয়ার মরদেহ দ্রুত দেশে পাঠাতে দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়েছেন তার পরিবার ও প্রবাসী বাংলাদেশিরা।
পিবিএ/তাজুল ইসলাম মিয়াজী/বিএচি