পিবিএ,ঢাকা: চার বছর পর জাতী ক্রিকেট লীগে ফিরেই ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচসেরা হয়েছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ঢাকা মেট্রোর হয়ে প্রথম ইনিংস বল হাতে ২৬ ওভার হাত ঘুরিয়ে নিয়েছেন ৩ উইকেট। ফিরিয়ে দেন তামিম, মমিনুল ও সাদিকুরকে।
এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে খেলেছেন ১৩৪ বলে ৬৪ রানের দারুণ এক ইনিংস। দ্বিতীয় ইনিংসেও বল হাতে ১৩ ওভার হাত ঘুরিয়ে নিয়েছেন ৩ উইকেট।
এবারও তামিম, মুমিনুলকে আউট করে হ্যাটট্রিকেরও সম্ভাবনা জাগান রিয়াদ। শেষ পর্যন্ত সেটি অবশ্য হয়নি। ফিরিয়ে দেন অর্ধশতক করা পিনাক ঘোষকেও।
পিবিএ/ইকে