পিবিএ,ঢাকা: সাফ অ-১৫ নারী চ্যাম্পিয়নশীপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের সাথে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশের মেয়েরা। আগামী ১৫ অক্টোবর সাফের ফাইনালে আবার মুখোমুখি হবে দুই দল।
খেলার প্রথমার্ধেই গোল পায় দুই দল। খেলার ২৪ মিনিটে আসতাম ওরাওনের বাড়ানো ক্রস থেকে গোল করে আমিশা বাক্সলা। তার পরের মিনিটেই কাউন্টার এটাক থেকে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান স্বপ্না রাণী।
দ্বিতীয়ার্ধে কেউ গোল করতে না পারলে ১-১ এর সমতায় শেষ হয় ভারত-বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচ। সাফ অ-১৫ নারী চ্যাম্পিয়নশীপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৫ই অক্টোবর।
পিবিএ/ইকে