মাত্র কয়েক মিনিটের সৌন্দর্য রুটিন

পিবিএ ডেস্ক: আধুনিক এই যুগে রূপচর্চা করে না এমন মেয়ের সংখ্যা খুবই কম। ত্বক ভাল রাখতে ত্বকের যত্ন কিংবা চেহারার সৌন্দর্য ফুটিয়ে তুলতে কমবেশি সবাই রূপচর্চা করে থাকেন। অনেকেই আছেন যারা নিয়মিত পার্লারে গিয়ে বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে ত্বকের যত্ন নেন, চেহারার উজ্জ্বলতা ধরে রাখেন আবার কেউ কেউ আছেন যারা সময়ের অভাবে পার্লারেই যেতে পারেন না।তাদের জন্যই আজকের লেখায় থাকছে মাত্র কয়েক মিনিটের সৌন্দর্য রুটিন।

চলুন তাহলে জেনে নেওয়া যাক মাত্র কয়েক মিনিটের সৌন্দর্য রুটিনঃ

দিন শেষে রাতে সব কাজ গুছিয়ে বিছানায় যাওয়ার ঠিক আগে এই পাঁচ মিনিট বরাদ্দ করে দিন শুধুই নিজের জন্য, ব্যস তারপরই শুরু করুন-

১। প্রথমে খুব ভালো করে ত্বক পরিষ্কার করুন। ময়দা, বেসন আর গুঁড়া দুধ মিশিয়ে রেখে দিন একটি জারে। একটু করে নিয়ে পানিতে গুলে পেস্ট করুন, এবার ত্বকে মেখে তখনই পানি দিয়ে ধুয়ে নিন।

২। এটাও যদি না পারেন, তাহলে বাজারের কেনা কোনো ভালো ব্র্যান্ডের সোপ ফ্রি ফেসওয়াশ দিয়েই ত্বক পরিষ্কার করে নিন এবং মুখে ময়েশ্চরাইজার বা অলিভ ওয়েল মেখে ঘুমোতে যান ।

৩।সাবান দিয়ে ক্রমাগত হাত ধোয়ার ফলে নখ খুব বেশি শুষ্ক হয়ে যায় কেমন হলদেটেও দেখায় তাই নখে পেট্রোলয়িম জেলি মাখুন।

৪। কাজের চাপে মুখে ক্লান্তির ছাপ পড়ে। বাদ যায় না, চোখ আর ঠোঁটও। রাতে শোয়ার আগে চোখে আন্ডার আই ক্রিম আর ঠোঁটে লিপ বাম মাখুন ।

ব্যস মাত্র কয়েক মিনিটের সৌন্দর্য রুটিনটি মেনে চলুন আর সুন্দর থাকুন সবসময়।

পিবিএ/ইকে

আরও পড়ুন...