পিবিএ ডেস্কঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে আমেরিকান সেনার পোশাক তৈরিতেও ব্যবহার শুরু হয় জিনসের। প্রতি দিনের পোশাক হিসেবেই জিনস ব্যবহার করে থাকি আমরা। তাই এর জৌলুস সহজেই হারায়।
তবে কিছু কৌশল অবলম্বন করলে বারবার ব্যবহারের পরও জিনস থাকবে নতুনের মতো। কাচার কিছু নিয়ম মানলেই জিনস থাকবে যত্নে। আসুন জেনে নিই যা করলে ব্যবহারের পরও নতুন থাকবে জিনস।
জিনস ধোয়ার নিয়মঃ
১. জিনস ধোয়ার জন্য ঠাণ্ডা পানি ব্যবহার করতে হবে। গরম পানি ব্যবহার করা যাবে না।
২. অত্যধিক ক্ষারযুক্ত সাবানে ডেনিম কাচবেন না। এতে এর রঙ ফিকে হয়। তাই ক্ষারযুক্ত সাবান বাদ দিয়ে মৃদু সাবানে ধুয়ে নিন জিনস।
৩. কিছুক্ষণ সাবান-পানিতে ভিজিয়ে রাখুন জিনস। তার পর হালকা করে ঘষে তুলে নিন জিনসের নোংরা।
৪. কাচাকুচির পর জিনস নিংড়াবেন না। বরং টানটান করে পানি ঝরাতে মেলে দিন। খানিকক্ষণ পর রোদে দিয়ে শুকিয়ে ফেলুন।
৫. রঙ টেকসই করে রাখতে উল্টো করে রোদে শুকাতে দিন। কাচার সময়ও উল্টো করে কাচুন।
৬. জিনসের পায়ের ফোল্ডে ময়লা জমে, তাই ব্রাশ দিয়ে হালকা করে ঘষে নিন ফোল্ড।
পিবিএ/এমআর